বিচার বা পরামর্শ বৈঠকে সঠিক সিদ্ধান্ত লাভের দোয়া
সঠিক সিদ্ধান্ত কিংবা ফলাফল লাভে পরামর্শ বৈঠক অনেক গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে আল্লাহর তাআলার সাহায্য প্রার্থনা জরুরি। যে প্রার্থনায় সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায় কিংবা সঠিক বিচার পাওয়া যায়।
তাই যে কোনো সমস্যার সমাধানে বিচার কিংবা পরামর্শ বৈঠকে সঠিক ফয়সালা লাভে আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করা আবশ্যক। পরামর্শ সভা কিংবা বিচারের সভায় বিচারক ও পরামর্শকসহ সবার জন্য এ দোয়াটি পড়া জরুরি-
اَللَّهُمَّ اَلْهِمْنَا مَرَاشِدَ اُمُوْرِنَا وَ اَعِذْنَا مِنْ شُرُوْرِ
اَنْفُسِنَا وَ مِنْ سَيِّئَاتِ اَعْمَالِنَا
উচ্চারণ : আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আয়িজনা মিং সুরুরি আংফুসিনা ওয়া মিং সাইয়্যিআতি আমালিনা।'
অর্থ : হে আল্লাহ! আমাদের জন্য সঠিক বিষয়টি আমাদের অন্তরে জাগ্রত করে দাও এবং নাফসের ধোঁকা ও কুকর্ম থেকে আমাদেরকে রক্ষা কর।
সুতরাং কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ সভায় কিংবা বিচার-ফয়সালা বৈঠকে সঠিক সিদ্ধান্ত ও সুবিচার লাভে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করা উচিত।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব বিষয়ে পরামর্শ গ্রহণে এবং ন্যায় বিচার প্রাপ্তি আল্লাহর সাহায্য লাভের তাওফিক দান করুন।আামিন।
No comments