শত্রুর মোকাবেলায় পড়ার দোয়া

আল্লাহ তাআলা নিরাপরাধ ন্যয়ের পক্ষের মানুষকে ভালোবাসেন। তাদেরকে বিপদাপদে সাহায্য-সহযোগিতা করেন। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য কামনা করার তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে-


হজরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো দল সম্পর্কে ভয় করতেন, তখন বলতেন-

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্না- নাঝ্লুকা ফি নুহু-রিহিম, ওয়া নাউ-জুবিকা মিং শুরূ-রিহিম।
অর্থ : ‘হে আল্লাহ! আমরা তোমাকে শত্রুর মোকাবেলায় পেশ করছি, তুমিই তাদের দমন কর। আর তাদের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় চাই।’ (আবু দাউদ, মিশকাত)

সুতরাং মুসলিম উম্মাহর উচিত, আল্লাহর হুকুম-আহকাম পালনের পাশাপাশি সর্বদা বিপদাপদে, শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ তাআলা প্রত্যেককে তাঁর আশ্রয় লাভ করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.