ঘরে প্রবেশের সময় যিক্‌র

ঘরে প্রবেশের সময় বলবে,

«بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا»

(বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিস্মিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা)

আল্লাহ্ নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্ নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্ উপরই আমরা ভরসা করলাম অতঃপর ঘরের লোকজনকে সালাম দিবে।[1]

[1] আবূ দাউদ /৩২৫, ৫০৯৬। আর আল্লামা ইবন বায রহ. তার তুহফাতুল আখইয়ার গ্রন্থে পৃ. ২৮ এটার সনদকে হাসান বলেছেন। তাছাড়া সহীহ হাদীসে এসেছে, যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে, আর প্রবেশের সময় খাবারের সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান (নিজ ব্যক্তিদের) বলে, তোমাদের কোনো বাসস্থান নেই, তোমাদের রাতের কোনো খাবার নেই। মুসলিম, নং ২০১৮।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.