আল্লাহর সন্তুষ্টি অর্জনে দোয়া

রমজানের প্রতিটি মুহূর্তই আল্লাহর দরবারে ধরণা দেয়া জরুরি। কেননা আল্লাহ তাআলা প্রতি দিনই মানুষকে দান করেন রহমত বরকত মাগফেরাত।

রহমত বরকত মাগফেরাত নাজাত লাভে যে আল্লাহর কাছে ধরণা দিতে পারে সেই সফল। নৈকট্য লাভে ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, তাসবিহ-তাহলিল, দোয়া তার দরবারে ধরণার বিকল্প নেই।

তাইতো আল্লাহর অফুরন্ত রহমত বরকত মাগফেরাত নাজাত লাভে আল্লাহর দরবারে দুহাত তুলে ধরণা দিয়ে বলি-

اَللَّهُمَّ قَرِّبْنِى فِيْهِ اِلَى مَرْضَاتِكَ
وَ جَنِّبْنِى فِيْهِ مِنْ سَخَطِكَ وَ نَقِمَّاتِكَ
وَ وَفَّقْنِىْ فِيْهِ لِقِرَائَةِ اَيَاتِكَ
بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْن

উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাররিবনি ফিহি ইলা মারদাতিকা;
ওয়া ঝাননিবনি ফিহি মিন সাখাত্বিকা ওয়া নাক্বিম্মাতিকা;
ওয়া ওয়াফফাক্বনি ফিহি লিক্বিরাআতি আয়াতিকা;
বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : ‘হে আল্লাহ! আপনার রহমতের উসিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির দান করুন। আপনার ক্রোধ অভিশাপ থেকে মুক্তি চাই। কুরআন তেলাওয়াতের তাওফিক চাই। হে সর্বশ্রেষ্ঠ দায়াবান।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত লাভ, গজব ক্রোধ থেকে মুক্তি লাভ এবং হৃদয়ে কুরআনের নূর লাভ করে তাঁর নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Powered by Blogger.