স্ত্রী-সন্তানের জন্য অভিভাবকদের যে দোয়া করা জরুরি

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দোয়াই ইবাদত।আল্লাহ তাআলা যুগে যুগে নবি-রাসুল প্রেরণ করে ইবাদত-বন্দেগির রীতি-নীতি-পদ্ধতি শিখিয়েছেন। সব নবি-রাসুলের চাওয়া-পাওয়া পদ্ধতিগুলো প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরআন নাজিলের মাধ্যমে জানিয়েছেন।

পরিবারের অভিভাবক তার অধীনস্থ স্ত্রী-সন্তানদের জন্য আল্লাহর কাছে কী দোয়া করবেন; আল্লাহ তাআলা কুরআনে তা তুলে ধরেছেন। যে দোয়া করেছিলেন হজরত ইবরাহিম আলাইহিস সালাম তাঁর স্ত্রী সন্তানের জন্য করেছিলেন।

হজরত ইবরাহিম আলাইহিস সালাম মানুষজন খাদ্যবিহীন মরুভূমিতে তাঁর স্ত্রী সন্তানকে রেখে যাওয়ার সময় আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন। সে দোয়া আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দনীয় হয়েছিল, যা তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে মুসলিম উম্মাহর জন্য তুলে ধরেছেন।

মুসলিম উম্মাহর প্রতিটি অভিভাবকও যেন তাঁদের স্ত্রী সন্তান-সন্ততির জন্য আল্লাহর কাছে হজরত ইবরাহিম আলাইহিস সালামে আবেগ কুরআনের ভাষায় কল্যাণ কামনা করতে পারে। কুরআনের গুরুত্বপূর্ণ দোয়াটি হলো-

উচ্চারণ : রাব্বানা- লিয়ুক্বিমুস সালাতা ফাঝআ ফইদাতাম মিনান নাসি তাহ্ওয়ি ইলাইহিম ওয়ারযুক্ব্হুম মিনাছ ছামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। (সুরা ইবরাহিম : আয়াত ৩৭)

অর্থ : হে আমাদের প্রতিপালক! তারা যাতে নামাজ প্রতিষ্ঠা করে। কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও। আর ফল-ফলাদি দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা কর; যাতে তারা (আল্লাহ তাআলার) শুকরিয়া আদায় করতে পারে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব অভিভাবকের দোয়াকে কবুল করুন। প্রত্যেকের পরিবার-পরিজন সন্তান-সন্ততিকে নামাজি, দ্বীনদার, পরহেজগার, মুক্তাকি ঈমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করার তাওফিক দান করুন। সবাইকে উত্তম রিজিক দান করুন। সর্বোপরি শোকর-গুজার বান্দা হিসেবে কবুল করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.