আশ্চর্যজনক ও আনন্দজনক বিষয়ের পর দো‘আ


আশ্চর্যজনক
আনন্দজনক বিষয়ের পর দো

 «سُبْحَانَ اللَّهِ!».

(সুবহা-নাল্লা-)

২৪০- আল্লাহ পবিত্র-মহান।[1]

 «اللَّهُ أَكْبَرُ!».

(আল্লা-হু আকবার)

২৪১- আল্লাহ সবচেয়ে বড়।[2]

[1] বুখারী, (ফাতহুল বারীসহ) /২১০, ৩৯০, ৪১৪, নং ১১৫, ৩৫৯৯, ৬২১৮; মুসলিম /১৮৫৭, নং ১৬৭৪।

[2]
বুখারী, (ফাতহুল বারীসহ) /৪৪১, নং ৪৭৪১; তিরমিযী নং ২১৮০; আন- নাসাঈ ফিল কুবরা, নং ১১১৮৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী /১০৩, /২৩৫, আহমাদ-/২১৮, নং ২১৯০০।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.