চোখ ব্যথায় যে দোয়া পড়বেন

চোখ মানুষের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ। অঙ্গটি বিভিন্ন কারণে ব্যথা রোগে আক্রান্ত হতে পারে। তাই সব সময় চোখের যত্ন নেয়া জরুরি।

কোনো কারণে চোখে ব্যথা অনুভূত হলে কুরআনুল কারিমের আয়াতটি পড়ার মাধ্যমে চোখের ব্যথা থেকে মুক্ত থাকুন। আয়াতটি হলো-

উচ্চারণ : ‘লাক্বাদ কুংতা ফি গাফলাতিম মিন হাজা ফাকাশাফনা আংকা গিত্বাআকা ফাবাচারুকাল ইয়াওমা হাদিদ।’ (সুরা ক্বফ : আয়াত ২২)

আমল
যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতটি ৩বার পড়বে। তার চোখের ব্যথা দূর হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর দোয়াটি ৩বার করে পড়ার মাধ্যমে চোখের ব্যথা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.