সম্পদশালী হতে যে আমল করবেন

مَالِكُ الْمُلْكِ ‘মালেকুল মুলকিআল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণবাচক নামসমূহের মধ্যে একটি। নামের আমলে ধন-সম্পদের মালিক হওয়ার পাশাপাশি দুনিয়া পরকালের যাবতীয় কাজ-কর্ম সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।

আল্লাহর গুণবাচক নাম (مَالِكُ الْمُلْكِ) ‘মালেকুল মুলকি’-এর জিকিরের আমল ফজিলত তুলে ধরা হলো

উচ্চারণ : ‘মালেকুল মুলকি

অর্থ : ‘সমস্ত সৃষ্টি জগতের অধিপতি

ফজিলত আমল

>> যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার গুণবাচক (مَالِكُ الْمُلْكِ) ‘মালেকুল মুলকিনামটি পাঠ করবে, ওই ব্যক্ত স্বচ্ছল ধন-সম্পদের মালিক হবে।

>> যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নাম (مَالِكُ الْمُلْكِ) ‘মালেকুল মুলকিনিয়মিত সব সময় পাঠ করবে, ওই পাঠকারীর দুনিয়া পরকালের সব কাজ-কর্ম সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর ছোট্ট গুণবাচক নামটির নিয়মিত পাঠের মাধ্যমে স্বচ্ছলতা লাভ করার তাওফিক দান করুন। দুনিয়া পরকালের সফলতায় যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পন্ন করার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.