পাগলামি থেকে বাঁচতে যে দোয়া পড়বে মুমিন
সুস্থ মস্তিষ্কে কেউ কখনো পাগলামি বা মাতলামি করে না। যদি কোনো কারণে কারো মস্তিষ্ক বিকৃত হয়ে যায় বা পাগল হয়ে যায় তবে সে পাগলামি বা অস্বাভাবিক আচরণ করতে থাকে। হোক সে নিজ পরিবারের লোক কিংবা অন্য কেউ। পাগল হয়ে গেলে আপন-পর চেনা কঠিন হয়ে পড়ে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাগলামি তথা অস্বাভাবিক আচরন থেকে মুক্ত থাকতে দোয়া পড়তেন। পাশাপাশি জটিল কঠিন রোগ মুক্তিতেও পড়তেন দোয়া। হাদিসে এসেছে-
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ
بِكَ مِنَ الْجُنُونِ، وَالْجُذَامِ، وَالْبَرَصِ، وَسَيِّئِ الْأَسْقَامِ
উচ্চারন : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ঝুনুনি ওয়া ঝুজামি, ওয়াল বারাসি, ওয়া সাইয়িয়িল আসক্বামি।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে পাগলামি করা থেকে আশ্রয় প্রার্থনা করছি। কুষ্ঠ রোগ, শ্বেতরোগ এবং অতি মন্দ রোগের ব্যাধি থেকে মুক্তি চাই।’ (নাসাঈ)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পাগলামি করা থেকে হেফাজত রাখতে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। জটিল ও কঠিন রোগগুলো থেকে নিজেদের হেফাজত করার তাওফিক দান করুন। আমিন।
A lot of thanks
ReplyDelete