কোরআনে বর্ণিত ৪টি দোয়া
কোরআন বা হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বা তার নবি (সা.) শিখিয়েছেন এমন দোয়াগুলোকে দোয়া মাসুরা বলা হয়। ফরজ বা নফল নামাজের শেষ বৈঠকে দরুদ পড়ার পর দোয়া মাসুরা পড়া মুস্তাহাব। কেউ চাইলে এ রকম একাধিক দোয়াও পড়তে পারে।
এ ছাড়াও যে কোনো সময় এ দোয়াগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি।
কোরআনে
বর্ণিত ৪টি
দোয়া
১. কুরআনে আল্লাহ
দুনিয়া ও
আখেরাতের কল্যাণ
প্রার্থনা করতে
শিখিয়েছেন
,
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ
قِنَا عَذَابَ النَّارِ
হে আমাদের
রব, আমাদের
দুনিয়াতে কল্যাণ
দিন, আখেরাতেও
কল্যাণ দিন
এবং আগুনের
আযাব থেকে
রক্ষা করুন।
(সুরা বাকারা:
২০১)
২. দ্বীনের ওপর
অবিচলতা ও
পথভ্রষ্টতা থেকে
আল্লাহর আশ্রয়
প্রার্থনা করে
আল্লাহ আমাদের
দোয়া করতে
শিখিয়েছেন,
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَیۡتَنَا وَ هَبۡ لَنَا مِنۡ
لَّدُنۡکَ رَحۡمَۃً اِنَّکَ اَنۡتَ الۡوَهَّابُ
হে আমাদের
রব, আপনি
হেদায়াত দেওয়ার
পর আমাদের
অন্তরসমূহ বক্র
করবেন না
এবং আপনার
পক্ষ থেকে
আমাদেরকে রহমত
দান করুন।
নিশ্চয় আপনি
মহাদাতা। (সুরা
আলে ইমরান:
৮)
৩. জীবনের সব
গুনাহ ক্ষমা
এবং উত্তম
অবস্থায় মৃত্যু
চেয়ে আল্লাহ
আমাদের দোয়া
করতে শিখিয়েছেন,
رَبَّنَا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَ کَفِّرۡ عَنَّا سَیِّاٰتِنَا وَ
تَوَفَّنَا مَعَ الۡاَبۡرَارِ
হে আমাদের
রব আমাদের
গুনাহসমূহ ক্ষমা
করুন এবং
বিদূরিত করুন
আমাদের ত্রুটি-বিচ্যুতি, আর
আমাদেরকে মৃত্যু
দিন নেককারদের
সাথে। (সুরা
আলে ইমরান:
১৯৩)
৪. নিজের পাশাপাশি
নিজের বাবা-মা, ভবিষ্যত
প্রজন্ম এবং
সব মুমিনদের
কল্যাণ প্রার্থনা
করে আল্লাহ
দোয়া করতে
শিখিয়েছেন,
رَبِّ اجۡعَلۡنِیۡ مُقِیۡمَ الصَّلٰوۃِ وَ مِنۡ ذُرِّیَّتِیۡ رَبَّنَا وَ تَقَبَّلۡ
دُعَآءِ رَبَّنَا اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِلۡمُؤۡمِنِیۡنَ یَوۡمَ
یَقُوۡمُ الۡحِسَابُ
হে আমার
রব, আমাকে
সালাত কায়েমকারী
বানান এবং
আমার বংশধরদের
মধ্য থেকেও,
হে আমাদের
রব, আর
আমার দো‘আ কবূল
করুন। হে
আমাদের রব,
যেদিন হিসাব
কায়েম হবে,
সেদিন আপনি
আমাকে, আমার
পিতামাতাকে ও
মুমিনদেরকে ক্ষমা
করে দিবেন।
(সুরা ইবরাহিম:
৪০, ৪১)
No comments