প্রশ্নঃ ৪৪. ঈদের নামাযের আগে কুরবানী করা যাবে কিনা?

প্রশ্নঃ ৩৫৫৪৫আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরবানির পশু জবেহ করা কখন থেকে শুরু করা যাবে? পশু অসুস্থ হলে ১০ জিলহজ্জ এর সন্ধ্যা রাতে জবেহ করলে এর বিধান কি?

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কুরবানীর পশু জবাই করার সময় শুরু হয় ঈদুল আযহার নামাযের পর থেকে। সুতরাং এলাকার ঈদের নামায শেষ হবার আগে কুরবানী করলে তা আদায় হবে না।

জুনদাব ইবনুআবদুল্লাহ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন,

صَلَّى النبيُّ ﷺ يَومَ النَّحْرِ، ثُمَّ خَطَبَ، ثُمَّ ذَبَحَ، فَقالَ: مَن ذَبَحَ قَبْلَ أنْ يُصَلِّيَ، فَلْيَذْبَحْ أُخْرَى مَكَانَهَا، ومَن لَمْ يَذْبَحْ، فَلْيَذْبَحْ باسْمِ اللَّهِ

নবীকুরবানীর দিন সালাত আদায় করেন, অতঃপর খুৎবাহ দেন। অতঃপর যবেহ করেন এবং তিনি বলেন, নামাযের পূর্বে যে ব্যক্তি যবেহ করবে তাকে তার স্থলে আর একটি যবেহ করতে হবে এবং যে যবেহ করে নি, আল্লাহর নামে তার যবেহ করা উচিত। (বুখারী ৯৮৫)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.