প্রশ্নঃ ৪৩.জমা টাকা নিসাব পরিমাণ থাকলে কুরবানী ওয়াজিব হবে কি?

প্রশ্নঃ ৩৫৪৭৫আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন গরিব ব্যাক্তি যদি অল্প বেতনে চাকরী করে বিয়ের জন্য টাকা জমায় আর সেই টাকা যদি নেসাব পরিমাণ হয়ে যায় তাহলে তার জন্য কুরবানি কি ওয়াজিব হবে? হলে সে কুরবানিতে কত টাকা খরচ করবে? বাজারে তো এখন আর অল্প মূল্যের পশু পাওয়া যায় না। বিষয়টির সমাধান খুব দ্রুত দিলে উপকৃত হবো।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জমা টাকা নেসাব পরিমাণ হলে তা যে উদ্দেশ্যেই রাখা হোক তার উপর কুরবানী ওয়াজিব হবে এবং বছরান্তে উক্ত সম্পদের যাকাতও দিতে হবে। সুতরাং উক্ত ব্যক্তিকে যে কোনোভাবে কুরবানী দিতে হবে। (মাবসূত সারাখসী /১৮৯; আলমুহীতুল বুরহানী /১৫৬, /৪৫৫; বাদায়েউস সানায়ে /১৯৬; আদ্দুররুল মুখতার /২৫৯, /৩১২)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.