প্রশ্নঃ ৪৫. হাসিল না দিলে কি কুরবানী হবে কি না?

প্রশ্নঃ ৩৫৬৩৮আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল, আমরা যদি বাজার থেকে গরু কিনি আর হাসিল না দি, আমাদের কোরবানি হবে কিনা কিংবা আমরা খামার থেকে গিয়ে গরু কিনলাম হাসিল দিলাম না। অনেকে বলে, আপনাদের কোরবানি হবে না। কথাগুলো কতটুকু সঠিক? আমাদেরকে ইসলামের আলোকে জানাবেন।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হাসিল দেওয়া না দেওয়ার সাথে কুরবানী শুদ্ধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। সুতরাং যারা এমনটি বলেন তারা ভুল বলেন। তবে হাসিল হাট কর্তৃপক্ষের হক বিধায় বাজার থেকে পশু কিনলে তা আদায় করা উচিত।

রাসূল্লাহবলেছেন,

لَتُؤَدُّنَّ الحُقُوقَ إلى أهْلِها يَومَ القِيامَةِ

কিয়ামতের দিন প্রত্যেক হকদারকে অবশ্যই হক বুঝিয়ে দেওয়া হবে। (মুসলিম ২৫৮২)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.