প্রশ্নঃ ৪৫. কুরবানী ওয়াজিব হওয়া সত্ত্বেও অন্যের পক্ষ থেকে কুরবানী করা যাবে কিনা?

প্রশ্নঃ ৩৫৬৫৪আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরবানী আমার উপর ওয়াজিব হলে আমার পরিবারের কারোর নামে দেওয়া যাবে? যেমন আমার ছেলের নামে দেওয়া যাবে?

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

শরিয়তের বিধান হল, আগে নিজের ওয়াজিব কুরবানী আদায় করতে হয়। তারপর সুযোগ থাকলে অন্যের পক্ষ থেকে নফল কুরবানী দেয়া যায়। (মাজমাউল আনহুর ০২/৫১৬)

সুতরাং আপনি আগে নিজের কুরবানী আদায় করুন। তারপর সুযোগ থাকলে ছেলের পক্ষ থেকে কুরবানী দিন।

হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহবলেছেন,

مَنْ وَجَد سَعَةً فلم يُضَحِّ فلا يَقْرَبَنَّ مُصَلاَّنا

যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ (ইবনে মাজাহ ২১২৩, মুসনাদে আহমদ ৮২৭৩)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়ার মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

No comments

Powered by Blogger.