প্রশ্ন : মহিলারা শরীরে চিত্রাঙ্কন করতে পারবে কি না?
উত্তর : মহিলাদের শরীরে যে কোনো ধরণের চিত্রাঙ্কন করা জায়েয নেই। এবং এ কাজ সম্পূর্ণ হারাম। এর পদ্ধতি হলো শরীরে সুঁই জাতীয় কোনো কিছু দ্বারা গভীর ক্ষত সৃষ্টি করে এর মধ্যে সুরমা বা নীল ভরে দেয়া এবং এভাবে শরীরে জীব-জন্তু বা অন্য কোনো জিনিসের চিত্র আঁকা। এ ব্যাপারে হাদীস শরীফে কঠিন ধমক দেয়া হয়েছে। রাসূল কারীম সা. ইরশাদ করেন, “আল্লাহ তা’আলার অভিসম্পাত সে মহিলার উপর পতিত হোক যে শরীরে চিত্রাঙ্কন করে এবং চিত্রাঙ্কন করায়। (সহীহ মুসলিম, হা. নং- ৩৯৬৬)
No comments