উত্তরঃ মহিলাদের জন্য হাত ও পায়ের লোম পরিষ্কার করা জায়েয। কেননা তাদের জন্য লোম না হওয়াই সৌন্দর্য। আর যেহেতু তাদের মূলই হচ্ছে লোম না থাকা, তাই এতে সৃষ্টির মধ্যে কোনো প্রকার পরিবর্তন বলা যাবে না। এবং এ ক্ষেত্রে ধোকা দেয়ারও অর্থ বুঝায়না। সুতরাং হাত পায়ের লোম পরিষ্কার করতে পারবে।
No comments