প্রশ্ন : মহিলাদের চেহারার লোম পরিষ্কার করা বৈধ কি না?

উত্তরঃ মহিলাদের জন্য মুখমন্ডলের লোম পরিষ্কার করা জায়েয। তবে তা উপড়ে ফেলা উচিৎ নয়। কেননা এতে শারীরিক কষ্ট হয়ে থাকে, তাই পাউডার জাতীয় (হেয়ার রিমোভার) বস্তু দ্বারা পরিষ্কার করা শ্রেয়
প্রশ্ন : মহিলাদের গোঁফ-দাড়ী হলে তা পরিষ্কার করা যাবে কি না?
উত্তর : যদি কোন মহিলার মুখে গোঁফ-দাড়ী গজায়, তাহলে তা পরিষ্কার করা শুধু জায়েযই নয় বরং অতি উত্তম। যেহেতু উপড়াতে কষ্ট হয় তাই তা না করে কোনো প্রকার পাউডার দ্বারা পরিষ্কার করা উচিত। তদ্রুপ যদি কোনো মহিলার ঠোঁটের উপর লোম গজায় তাহলে তা পরিষ্কার করা নিষেধ নয়। বরং তা পরিষ্কার করা মহিলাদের জন্য উত্তম মুস্তাহাব

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.