প্র্রশ্ন : মহিলাদের মাথার চুল কাটা বৈধ কি না?
উত্তর : মহিলার মাথার চুল কাটা অথবা ফ্যাশনের জন্য চুলকে ছোট ছোট করা, ডানে-বামে, সামনে-পিছনের যে কোন দিক থেকে হোক না কেন তা পুরুষের সঙ্গে সাদৃশ্য হওয়ার কারণে নাজায়েয ও গুনাহ।
এ সম্পর্কে হাদীসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। রাসূলে কারীম সাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেন,
‘‘আল্লাহ তা’আলার অভিসম্পাত ঐ সকল পুরুষের উপর যারা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে এবং ঐ সকল মহিলাদের উপর যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে।” (সহীহ বুখারী : হা. নং- ৫৪৩৫)
‘‘আল্লাহ তা’আলার অভিসম্পাত ঐ সকল পুরুষের উপর যারা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে এবং ঐ সকল মহিলাদের উপর যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে।” (সহীহ বুখারী : হা. নং- ৫৪৩৫)
অতএব মহিলাদের জন্য মাথার চুল কাটা জায়েয নেই। স্বামী এর জন্য নির্দেশ দিলেও স্ত্রীর জন্য এ আদেশ পালন করা নাজায়েয। কেননা আল্লাহ তা’আলার অবাধ্য হয়ে স্বামীর অনুগত্য করা হারাম। এমতাবস্থায় স্ত্রীর উচিত ন¤্রতা ও ভদ্রতা সঙ্গে অসম্মতি প্রকাশ করা। স্বামীকে শরীয়তের নির্দেশ জানিয়ে তাকে বুঝানোর চেষ্টা করা। এতে আশা করা যায় যে, স্বামী যেহেতু একজন মুসলমান তাই শরীয়তের নির্দেশ অমান্য করবে না। এবং শরীয়ত বিরোধী কাজে বাধ্য করতে স্ত্রীর উপর চাপ সৃষ্টি করবেনা।
প্রশ্ন : মহিলাদের জন্য বব্ কাটিং চুল রাখা বৈধ কি না?
উত্তর : মহিলাদের জন্য বব্ কাটিং চুল রাখা সম্পূর্ণ নাজায়েয সুতরাং তা থেকে বিরত থাকা অত্যাবশ্যক।
উত্তর : মহিলাদের জন্য বব্ কাটিং চুল রাখা সম্পূর্ণ নাজায়েয সুতরাং তা থেকে বিরত থাকা অত্যাবশ্যক।
প্রশ্ন : মহিলারা চুল ছাঁটতে পারবে কি না?
উত্তর : মহিলাদের মাথার চুল কাটার যে হুকুম চুল ছাঁটার হুকুমও তাই। অর্থাৎ- এ কাজ সম্পূর্ণ নাজায়েয। তবে যদি চুলের অগ্রভাগ ফেটে শাখা-প্রশাখার সৃষ্টি হয়, যার দরুণ চুলের মধ্যে জটিলতা দেখা দেয়, সে ক্ষেত্রে চুলের অগ্রভাগ ছাঁটার অনুমতি আছে। তাছাড়া সাধারণ ভাবে যদি উচু বা নীচু হয়ে যায়, অর্থাৎ চুলের অগ্রভাগে সামান্য কাটা চুল অসমভাবে লম্বা বা খাটো অবস্থায় থাকে তাহলে অগ্রভাগ থেকে ছেঁটে সমান করার অবকাশ আছে।
উত্তর : মহিলাদের মাথার চুল কাটার যে হুকুম চুল ছাঁটার হুকুমও তাই। অর্থাৎ- এ কাজ সম্পূর্ণ নাজায়েয। তবে যদি চুলের অগ্রভাগ ফেটে শাখা-প্রশাখার সৃষ্টি হয়, যার দরুণ চুলের মধ্যে জটিলতা দেখা দেয়, সে ক্ষেত্রে চুলের অগ্রভাগ ছাঁটার অনুমতি আছে। তাছাড়া সাধারণ ভাবে যদি উচু বা নীচু হয়ে যায়, অর্থাৎ চুলের অগ্রভাগে সামান্য কাটা চুল অসমভাবে লম্বা বা খাটো অবস্থায় থাকে তাহলে অগ্রভাগ থেকে ছেঁটে সমান করার অবকাশ আছে।
প্রশ্ন : মহিলারা চুল বৃদ্ধির জন্য তা কাটতে পারবে কি না?
উত্তর : কোনো কোনো মহিলাদের চুলের অগ্রভাগ দু’তিন ভাগে বিভক্ত হয়ে চিকন চুলে রুপান্তরিত হয়। ফলে চুলের বৃদ্ধি ব্যাহত হয়। তখন যদি চুলের অগ্রভাগ কেটে দেয়া হয়, তাহলে আবার নতুন করে চুল বৃদ্ধি পেতে শুরু করে। এ অবস্থায় চুল বাড়ানোর জন্য অগ্রভাগ কেটে দেয়া নিঃসন্দেহে জায়েয। তবে এ ছাড়া অন্য কোন উেেদ্দশ্যে চুলের আগা কাটা যাবে না।
উত্তর : কোনো কোনো মহিলাদের চুলের অগ্রভাগ দু’তিন ভাগে বিভক্ত হয়ে চিকন চুলে রুপান্তরিত হয়। ফলে চুলের বৃদ্ধি ব্যাহত হয়। তখন যদি চুলের অগ্রভাগ কেটে দেয়া হয়, তাহলে আবার নতুন করে চুল বৃদ্ধি পেতে শুরু করে। এ অবস্থায় চুল বাড়ানোর জন্য অগ্রভাগ কেটে দেয়া নিঃসন্দেহে জায়েয। তবে এ ছাড়া অন্য কোন উেেদ্দশ্যে চুলের আগা কাটা যাবে না।
No comments