প্রশ্ন : মহিলাদের চুলে ডিজাইন করা যাবে কি না?

উত্তর : মহিলাদের চুল না কেটে বিভিন্ন ডিজাইন করে রাখা জায়েয তবে এক্ষেত্রে সর্বদা নিন্মলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে
. এর দ্বারা যেন কাফের বা পাপাচারী মহিলাদের সাদৃশ্য গ্রহণ করা না হয়
. তা হতে হবে শুধুমাত্র স্বামীর মনোরঞ্জন করার উদ্দেশ্যে
. একাজে এত সময় নষ্ট করা যাবে না, যার প্রেক্ষিতে অন্যান্য প্রয়োজনীয় কজে ব্যাঘাত সৃষ্টি হয়
. শরীয়ত বহির্ভূত কোন পন্থা অবলম্বন করে ডিজাইন করা যাবে না


প্রশ্ন : মহিলাদের চুল রঙিন করা বৈধ কি না?
উত্তর : বিউটি পার্লারে মেয়েদের চুল বিভিন্ন রঙে রঙিন করা হয় এগুলো যদি শরীয়তের পরিসীমার মধ্যে থেকে হয় তাহলে শরয়ী দিক থেকে কোন প্রকার নিষেধাজ্ঞা নেই শরয়ী সীমারেখা প্রথমে উল্লেখ করা হয়েছে তবে সর্বাবস্থায়ই এহেন কাজ পরিহার করা শ্রেয়

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.