প্রশ্ন : রোগ-ব্যাধির কারণে মহিলাদের চুল কাটা যাবে কি না?
উত্তরঃ যদি রোগের কারণে মহিলাদের চুল কাটার প্রয়োজন দেখা দেয় এবং কাটা ছাড়া কোন উপায় না থাকে তাহলে অপরাগতার কারণে তা শরয়ী ওযর হিসেবে ধর্তব্য হবে। এ ওজরের ভিত্তিতে চুল কাটা জায়েয আছে। কিন্তু যখনই এ সমস্যা দূর হয়ে যাবে তখন চুল কাটার এ অনুমতিও থাকবে না। অর্থাৎ এর পর আর চুল কাটা জায়েয হবে না। তবে এ ক্ষেত্রে অবশ্যই মুত্তাকী দ্বীনদার ডাক্তারের পরামর্শ নেয়া শর্ত। নিছক নিজের মন অনুযায়ী তা করা যাবে না।
No comments