প্রশ্ন : মহিলারা দাঁত সরু করতে পারবে কি না?
উত্তর : দাঁত সুন্দর ও আকর্ষণীয় করার জন্য ঘষে বা অন্য কোনভাবে সরু বা চিকন করা এবং দাঁতের মাঝে ফাঁকা সৃষ্টি করা নাজায়েয, অভিসম্পাত যোগ্য। কেননা এসব আল্লাহ সৃষ্ট অবয়ব বা আকৃতিতে পরিবর্তনেরই নামান্তর। যা নিতান্ত গর্হিত আচরণ, কঠোর নিষিদ্ধ ও অভিশপ্ত কাজ। এ সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত হয়েছে ঃ
‘আল্লাহ তা’আলার অভিসম্পাত সে সব মহিলাদের উপর যারা সৌন্দর্য্য বৃদ্ধির জন্য দঁাঁতের মধ্যে ফাঁকা সৃষ্টি করে। কারণ তা আল্লাহ তা’আলার সৃষ্টিকে পরিবর্তন করে দেয়।’’
No comments