প্রশ্ন : উটের কুঁজের ন্যায় চুল বাঁধা যাবে কি না?

উত্তর : মহিলাদের জন্য মাথার চুলকে উটের কুঁজের ন্যায় বাঁধা জায়েয নেই কেননা হাদীস শরীফে ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে বর্ণিত আছে- ‘যে মহিলারা উটের কুঁজের ন্যায় চুল বাঁধবে তারা জান্নাতে প্রবেশ করবেনা এমন কি তারা জান্নাতের গন্ধও পাবেনা’’ অন্যত্র বর্ণিত হয়েছে যে, ‘‘যার (জান্নাতের) সু-ঘ্রাণ বহু দূর থেকে অনুভূত হবে’’ (সহীহ মুসলিম, হা. নং- ৩৯৭১)
এভাবে জান্নাত থেকে বঞ্চিত হওয়া নিতান্তই দূর্ভাগ্যের কথা এজন্য মহিলাদেরকে উটের কুঁজের ন্যায় চুল বাঁধা থেকে বিরত থাকা ওয়াজিব
তবে মহিলারা যদি নিজের চুল একত্র করে মাথার উপর অথবা পিছনে খোপা বেঁধে নেয় যেমন মহিলারা সধারণত করে থাকে, এতে কোন নিষেধ নেই আর তার উপরোল্লিখিত হাদীসে বর্ণিত ধমকের অন্তর্ভূক্তও হবে না কেননা, উল্লেখিত ভয়াবহতা তো সে সব মহিলাদের জন্য যারা পুরুষদের দৃষ্টি আকর্ষণের নিমিত্তে নিজেদের চুল উটের কুঁজের ন্যায় বেঁধে নেয় এবং লোক দেখানোর উদ্দেশ্যে সর্বত্র বেপর্দা হয়ে খালি মাথায় ঘুরে বেড়ায়

No comments

Powered by Blogger.