ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " হাদীসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " হাদীসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম"

প্রশ্নঃ হাদীস কাকে বলে?

উত্তরঃ মহানবী (সা) এর অমীয়বানী, কর্ম, এবং অন্যের কর্ম কথার প্রতি তার সমর্থন মৌন সম্মতিকে হাদীস বলা হয়
প্রশ্নঃ হাদীসে মারফু কাকে বলে?
উত্তরঃ যে হাদীসের সনদ বা বর্ণনা সূত্রে নবী কারীম (সাঃ) পর্যন্ত পৌঁছেছে, তাকে হাদীসে মারফূ বলে
প্রশ্নঃ রাবী কাকে বলে?
উত্তরঃ যিনি হাদীস বর্ণনা করেন তাকে রাবী বা বর্ণনাকারী বলে
প্রশ্নঃ সনদ কাকে বলে?
উত্তরঃ হাদীসের কথা টুকু যে সূত্রে পরস্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলে
প্রশ্নঃ মতন কি?
উত্তরঃ হাদীসের মূলকথা তার শব্দ সমষ্টিকে মতন বলে
প্রশ্নঃ মোহাদ্দিস কাকে বলে?
উত্তরঃ যিনি হাদীস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীসের সনদ মতন সম্পর্কে জ্ঞান রাখেন তাকে মুহাদ্দিস বলে
প্রশ্নঃ সিহাহ সিত্তা নামক হাদীস গ্রন্থগুলো কি?
উত্তর () বুখারী শরীফ () মুসলিম শরীফ () আবু দাঊদ শরীফ () তিরমিযি শরীফ () নাসায়ী শরীফ () ইবনে মাজাহ শরীফ
প্রশ্নঃ হাদীস শাস্ত্রের ¤্রাট কে?
উত্তরঃ বুখারী শরীফ সংকলক আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ঈসমাঈল বুখারী (রহ.)
প্রশ্নঃ পুরুষদের মধ্যে সবচেয়ে বেশী হাদীস বর্ণনা করেন কে?
উত্তরঃ হযরত আবু হুরায়রা (রাদি.)
প্রশ্নঃ মহিলাদের মধ্যে সবচেয়ে বেশী হাদীস বর্ণনা করেন কে?
উত্তরঃ হযরত আয়শা (রাদি.)

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.