ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " আল কোরআন" Islamic General Knowledge topic "Al-Quran"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " আল কোরআন"
প্রশ্নঃ কোরআন শরীফ কি?

উত্তরঃ একটি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক গ্রন্থ
প্রশ্নঃ কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়?
উত্তরঃ হেরা পর্বত গুহায়
প্রশ্নঃ কোরআন কত দিনে অবতীর্ণ হয়?
উত্তর ২২ বছর মাস ১৪ দিনে
প্রশ্নঃ কোরআনের প্রধান বৈশিষ্ট কি?
উত্তরঃ মহাগ্রন্থ আল-কোরআনের বৈশিষ্ট হলো প্রথম থেকে এখনও এটি অবিকৃত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে
প্রশ্নঃ কোরআনে আল্লাহ শব্দটি কত বার এসেছে?
উত্তরঃ ২৫৮৪ বার
প্রশ্নঃ কোরআনের পান্ডুলিপি কে তৈরী করেন?
উত্তরঃ হযরত আবু বকর (রাদি.)

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.