ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " ইবাদত"
প্রশ্নঃ মানুষ কার বান্দাহ্?
উত্তরঃ মানুষ আল্লাহ তায়ালার বান্দাহ্।
প্রশ্নঃ আল্লাহর আনুগত্যের জন্য মানুষ যা কিছু করে তাকে কি বলে?
উত্তরঃ ইবাদত বলে।
প্রশ্নঃ আল্লাহ তা’য়ালা মানুষ ও জ্বিন জাতিকে কেন সৃষ্টি করেছেন?
উত্তরঃ আল্লাহ তা’য়ালার ইবাদত করার জন্য।
প্রশ্নঃ কার সন্তুষ্টি অর্জন ইবাদতের মূল লক্ষ?
উত্তরঃ আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ইবাদতের মূল লক্ষ ।
প্রশ্নঃ আমরা কার আনুগত্য করব?
উত্তরঃ আমরা আল্লাহ তা’য়ালার আনুগত্য করব।
No comments