প্রশ্নঃ ২৫. শরীকদের সাথে মান্নতের কোরবানী দিতে পারব কি?

প্রশ্নঃ ২৫আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার চাচী উনার মেয়ে অসুস্থতায় মান্নত করেছেন সুস্থ হলে কোরবানী দিবেন।এখন উনি চাচ্ছেন আগামী ঈদে একনাম কোরবানী দিবেন।প্রশ্ন হল উনি কি শরীকদের সাথে মান্নতের কোরবানী দিতে পারবেন?

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, শরিকদের সাথে মান্নতের কুরাবনীও আদায় করা যাবে। তবে মান্নতের কুরবানীর মাংস মান্নতকারী কিংবা কোনো ধনী মানুষ খেতে পারবে না। বরং জাকাত গ্রহানের যোগ্য এমন গরিবদের তা সদকা করে দিতে হবে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.