প্রশ্নঃ ২৬. কুরবানীর জন্য মান্নত করা পশু বিক্রি করা যাবে কিনা?

প্রশ্নঃ ২৬আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটি গরুর বাছুর হারিয়ে যায়। তখন আমি মান্নত করি যে, বাছুরটি পেলে কোরবানি করব অবশেষে আমি পেয়ে যাই, এখন এই বছরের কোরবানিতে এর বয়স দুই বছর পূর্ণ হবেনা কিন্তু বাছুরটি অত্যন্ত জ্বালাতন করে তাই আমরা এখনই কে বিক্রি করতে চাচ্ছি এটা আমাদের সঠিক হবে কিনা অথবা সঠিক পদ্ধতি কি হবে এবং আমরা এর গোস্ত খেতে পারব কিনা জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

প্রশ্নোক্ত বাছুরটি এখন মান্নতের বস্তু হিসেবে আপনাদের কাছে আছে। এর দুই বছর পূর্ণ হলে কুরবানী করতে হবে। বিক্রি করা কিংবা হস্তান্তর করা যাবে না। এবং কুরবানীর পর মান্নতকারী নিজে এবং তার তত্ত্বাবধাণে থাকা ব্যক্তিগণ এবং অন্যকোনো ধনি ব্যক্তি এর মাংস থেকে পারবে না। সম্পূর্ণ মাংস গরিবদের সদকা করে দিতে হবে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.