প্রশ্নঃ ১৬. কুরবানীর পশু হারিয়ে গেলে করণীয় কি?
প্রশ্নঃ ১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর যদি ধনী ব্যক্তি কুরবানীর পশু কিনার পর হারিয়ে যায় তাহলে তার কি হুকুম সে কি আরেকটা পশু কিনে কুরবানি দিতে হবে কি না। আর যদি সে গরিব হর তাহলে তার কি হুকুম?
উত্তর
و
علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরবানীর পশু যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় বা মরে যায় আর কুরবানীদাতার উপর পূর্ব থেকে কুরবানী ওয়াজিব থাকে তাহলে আরেকটি পশু কুরবানী করতে হবে। (খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯)
কেননা, হাদীসে এসেছে, আবূ হুরায়রা রাযি. বলেন,
مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ،
فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا
যার কুরবানীর সামর্থ্য আছে, তবুও সে কুরবানী করল না, সে যেন আমাদের ‘মুসল্লা’ (ঈদগাহ)-এ না আসে। (মুসতাদরাকে হাকেম ৭৫৬৫; মুসনাদে আহমাদ ৮২৭৩; সুনানে ইবনে মাজাহ ৩১২৩)
পক্ষান্তরে কুরবানীদাতা গরীব হলে (যার উপর কুরবানী ওয়াজিব নয়) তার জন্য আরেকটি পশু কুরবানী করা ওয়াজিব নয়। (খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯)
কেননা, হাদীসে এসেছে,
عن تميم بن حويص يعني المصري قال :
اشتريت شاة بمنى أضحية فضلت فسألت بن عباس رضي الله عنهما عن ذلك فقال لا يضرك
তামীম ইবনে হুয়াইয়িয আযাদী থেকে বর্ণিত তিনি বলেন, আমার কুরবানীর পশু জবাহ করার আগেই হারিয়ে গেলে ইবনে আব্বাস রাযি.-কে (এ বিষয়ে করণীয় সম্পর্কে) জানতে চাইলে তিনি বললেন, কোনো অসুবিধা নেই। (সুনানুল বাইহাকী আল-কুবরা ১৮৯৭৮)
والله
اعلم بالصواب
উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
No comments