প্রশ্নঃ ৩০.গরীব লোক কুরবানীর নিয়তে পশু ক্রয় করলে তার হুকুম কি?

ঋণ থাকলে কুরবানী হবে কিনা,কুরবানী,কুরবানি,কুরবানী প্রশ্নোত্তর,কুরবানি করার আগে কিছু গুরুত্বপূর্ন কথা,কুরবানী ওয়াজ,কুরবানী সম্পর্ক প্রশ্নোত্তর,ঋণ(হাওলাত)বা ঋণগ্রস্ত ব্যক্তির।কুরবানী কি সঠিক?,কত টাকা থাকলে কোরবানি দিতে হয়,কত টাকা থাকলে কোরবানি দিতে হবে

প্রশ্নঃ ৩৪৮৫০আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো গরীব লোক কোরবানির নিয়তে পশু ক্রয় করলে তার হুকুম কি?

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যার ওপর কুরবানী ওয়াজিব নয়, এমন ব্যক্তি কুরবানীর পশু ক্রয় করার দ্বারা এটিমান্নতএর হুকুমে চলে আসে। তাই ক্রয়কৃত পশুটিই কুরবানী করা তার উপর আবশ্যক। সেই পশুটি রেখে দেয়া তার জন্য জায়েজ নয়। বছর কুরবানী না দিলে কুরবানীর দিন চলে গেলে উক্ত পশুটিকে দান করে দেয়া আবশ্যক। তার থেকে কোনো প্রকার উপকার গ্রহণ জায়েজ নয়। (বাদায়ি' /১৯২)

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহবলেছেন,

مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ

যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করার মান্নত করে সে যেন (তা পূরণ করে) তাঁর আনুগত্য করে আর যে অবাধ্যতার কোনো বিষয়ে মান্নত করে সে যেন তাঁর অবাধ্যতা না করে। (সহীহ বুখারী ৬৬৯৬)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.