প্রশ্নঃ ২৯. আমি আর আম্মু কি একটা ছাগল একত্রে কুরবানি দিতে পারবো?

প্রশ্নঃ ৩৪৭৬৪আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এবং আমার আম্মু আমাদের জনের উপরই কুরবানী ওয়াজীব। আমি টিউশন করি আর আমার আম্মু আরবি (কুরআন মাজিদ) পড়ায় বাসায় গিয়ে। আমাদের খাওয়া দাওয়া একসাথে হয়। মানে আমি যা income করি তা আম্মুর হাতে দেই আর আম্মু তা প্রয়োজনমতো বিভিন্ন খাতে ব্যয় করে। তো আমি একজায়গায় দেখলাম একজন আলেম বলেছেন যে যদি ভাই একই হাঁড়িতে ভাত খায় তাহলে তারা জন একসাথে টাকা একত্র করে একটা ছাগল কুরবানী দিতে পারবে। আমার প্রশ্ন হলো তাহলে আমি আর আম্মু কি একটা ছাগল একত্রে কুরবানি দিতে পারবো? আর পুরো টাকাই যদি আমি দেই (ছাগলের দাম যত হবে )আর নিয়ত থাকে অর্ধেক আমার আর অর্ধেক আম্মুর তাহলে কি জনের কুরবানী সহি হবে? জাযাকাল্লাহ খইর।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনার আপনার মায়ের কুরবানী পৃথকভাবে হতে হবে। কেননা, একজনের কুরবানী করার দ্বারা আরেকজনের কুরবানী আদায় হয় না।

বিস্তারিত নিম্নের রেফারেন্স উত্তর থেকে জেনে নিন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

রেফারেন্স উত্তর:
  • প্রশ্নঃ ৩৪০৮৩আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যৌথ পরিবারে কুরবানী দেওয়ার পদ্ধতি কি?
উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি পরিবারের একাধিক ব্যক্তির ওপর কুরবানী ওয়াজিব হয় তাহলে প্রত্যেককে নিজ নিজ কুরবানী আদায় করতে হবে। একজনের কুরবানী করার দ্বারা বাকিদের কুরবানী আদায় হবে না।

কেননা, আল্লাহ তাআলা বলেন,

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

অতএব আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামায পড়ুন এবং কুরবানী আদায় করুন। (সূরা কাউসার )

উক্ত আয়াতের নির্দেশিত নামায যেমনিভাবে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা তেমনিভাবে কুরবানীর নির্দেশও প্রত্যেকের জন্য আলাদা। পরিবারের প্রাপ্ত বয়স্ক একজন নামায পড়লে যেমনিভাবে বাকি প্রাপ্ত বয়স্ক সবার নামায হয়ে যায় না, অনুরূপভাবে পরিবারের একজন তার নিজের পক্ষ থেকে কুরবানী করলে অন্যদের পক্ষ থেকেও কুরবানী হয়ে যায় বলা যাবে না। সুতরাং এক পরিবারে একাধিক ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব হলে তাদের প্রত্যেককে নিজ নিজ কুরবানী আদায় করতে হবে। সবার পক্ষ থেকে একজন কুরবানী আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে না।

অন্যত্র আল্লাহ তাআলা বলেন,

أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ

কিতাবে এই আছে যে, কোনো ব্যক্তি কারও বোঝা নিজে বহন করবে না। (সূরা নাজম ৩৮)

হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহবলেছেন,

من وجد سعة ولم يضح، فلا يقربن مصلانا

যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ (মুস্তাদরাকে হাকেম ৩৫১৯; আত্তারগীব ওয়াত্তারহীব /১৫৫)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.