প্রশ্নঃ ১০.কোন দিন বাচ্চা জন্ম নেওয়া ভালো এর কোনো কি হাদিস আছে?

প্রশ্নঃ ১০আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কোন দিন বাচ্চা জন্ম নেওয়া ভালো এর কোনো কি হাদিস আছে?

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 

কোরআন হাদিসে বাচ্চা জন্ম গ্রহণের ফজিলত সম্পর্কে কোনো নির্দিষ্ট মাস দিন বা সময়  কথা উল্লেখ্য নেই।

বরং সকাল-সন্ধ্যা দিন-রাত -মাস

সবই আল্লাহতায়ালার সৃষ্টি



প্রকৃতপক্ষে আদম সন্তানের কল্যাণ ভালো-মন্দ নির্ধারণ হয় তার আমলের উপর নির্ভর করে কোন নির্দিষ্ট স্থান সময় বা বস্তুর উপর নির্ভর করে নয়

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি মোঃ ইমদাদুল হক

No comments

Powered by Blogger.