প্রশ্নঃ ৬.কুরবানী করা ওয়াজিব এবং আকিকা করা সুন্নত। তাহলে কুরবানীর সাথে আকিকা করা কেমন হবে?

প্রশ্নঃ আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহহযরত আমার প্রশ্ন হলআমাদের জানামতে কুরবানী করা ওয়াজিব এবং আকিকা করা সুন্নত। তাহলে কুরবানীর সাথে আকিকা করা কেমন হবে?

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কুরবানীর গরুমহিষ  উটে আকীকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানী  আকীকা দুটোই সহীহ হবে। ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে।

কেউ কেউ কুরবানীর পশুর সাথে আকীকা দিলে আকীকা সহীহ হবে না বলে মত দেন। কিন্তু নির্ভরযোগ্য আলেমগণ  মতটি গ্রহণ করেননি। কোনো হাদীসে কুরবানীর সাথে আকীকা করতে নিষেধ করা হয়নিবরং কুরবানীর সাথে হজ্বের কুরবানীজরিমানা দম একত্রে এক পশুতে দেওয়ারও প্রমাণ আছে। অর্থাৎ কুরবানীর পশুতে অন্য ইবাদতের নিয়তে শরিক হওয়া জায়েয।

এখানে কুরবানী করা ওয়াজিব এবং আকিকা করা সুন্নত এধরনের পার্থক্য করার সুযোগ নেই।

সুতরাং আকীকার নিয়তে শরিক হওয়াও জায়েয। আতা ইবনে আবী রবাহ রাহবলেছেনউট-গরু সাতজনের পক্ষ হতে কুরবানী হতে পারে। আর এতে শরিক হতে পারে কুরবানীকারীতামাত্তু হজ্বকারী এবং হজ্বের ইহরাম গ্রহণের পর হজ্ব আদায়ে অপারগ ব্যক্তি। (আসসুনানসায়ীদ ইবনে মানসূর-আলকিরা লী কাসিদি উম্মিল কুরা ৫৭৩)

এছাড়া ফাতাওয়া শামীসহ ফিকহ-ফাতাওয়ার কিতাবাদিতে স্পষ্টভাবে বলা হয়েছে যেকুরবানীর সাথে আকীকা সহীহ।

রদ্দুল মুহতার /৩২৬হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর /১১৬

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ হাফেয মাওলানা শুআইব মাহদী

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.