প্রশ্নঃ ৩৪. আমার কোন ইনকাম নেই গহনা আছে, আমার উাপর যাকাত, কুরবানী ও হজ্জ ওয়াজিব হবে কি?

প্রশ্নঃ ১০৮১৪আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কাছে বিয়ের মোহরানা বাবদ এবং বাবার বাসার থেকে দেওয়া মোট৭ভরি গহনা আছে আমি জানি যে আমার জন্য যাকাত ওয়াজিব।আমার প্রশ্ন হচ্ছে আমার জন্য কি কোরবানিএবং হজ্জ ওয়াজিব কিনা?আমার নিজের কোনো আয়ের উৎস নেই,নগদ জমানো কোনো টাকা নেই।যাকাতের টাকাটা টেনেটুনে দিতে পারি কিন্তু কোরবানি আর হজ্জ তো করার সামর্থ্য নেই। হাজবেন্ড কে বললে সে তেমন গুরুত্ব দেয় না,গহনা বিক্রি করতে নিষেধ করেছে।এই অবস্থায় আমার করনীয় কি? শরীয়তের আলোকে জানতে চাই।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আপনার ওপর যাকাত এবং কুরবানী ওয়াজিব। এবং স্বর্ণের মূল্য এবং অন্যান্য সম্পত্তি মিলে যদি আপনি বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করে আসতে পারেন তাহলে আপনার ওপর হজও ফরজ হবে।

যাকাত সম্পর্কে আরো জানত নিচের রেফারেন্স উত্তরটি দেখতে পারেন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

প্রশ্নঃ ১০৩৪৩আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দশ ভরি স্বর্ণের গহনা আছে কিন্তু এগুলো শাশুড়ির হাতে আমি গহনা পরিনা।আমার কুরবানী ওয়াজিব হয়েছে ঠিক কিন্তু আমি একজন গৃহীনি কোন টাকা উপার্জন করি না।তাই আমার স্বামীকে বলেছি আমার কুরবানী দিয়ে দিতে কিন্তু সে রাজি হয় না তারপর বলেছি আমার গহনা গুলো দেন আমি বিক্রী করে কুরবানী দিব তাও রাজি হয় না আমার সাথে রাগারাগি করে।আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কুরবানী দিতে পরিনি স্বামীর জন্য এতে কি আমার পাপ হবে। আমার স্বামী জমির ব্যবসা করে ।জমি কিনলে সেই জমির যাকাত কিভাবে দিবে? কারণ জমি বিক্রি না করার পর্যন্ত তো জানা যায় না সেই জমি কত টাকা হবে।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ওই গহনাগুলোর যাকাত কুরবানী দেওয়া আবশ্যক। আর যদি সেগুলোর মালিক আপনিই হয়ে থাকেন তাহলে সেগুলো আটকিয়ে রাখা তাদের জন্য বৈধ হয়নি। একান্তই যদি আপনার কাছে জাকাত-কুরবানী দেওয়ার কোনো ব্যবস্থ না থাকে তাহলে যখন সেগুলো আপনার হাতে আসবে তখন তার কিছু অংশ বিক্রি করে বিগত বছরগুলোর জাকাত দিয়ে দিবেন। এবং কুরবানীর জন্য একটা পরিমাণ নির্ধারণ করে বিগত দিনের কুরবানীর হিসেবে ওই পরিমাণ টাকা সদকা করে দিবেন।

আর ব্যবসার পন্যের জাকাত তার ক্রয়মূল্য হিসেবে দিতে হয়। কাজেই আপনার স্বামী যেই মূল্যে জমি ক্রয় করেছে সেই মূল্য হিসেব করেই জাকাত দিয়ে দিবেন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

No comments

Powered by Blogger.