প্রশ্নঃ ৪. ১টি গরু দিয়ে কয়জনের আকিকা দেওয়া যাবে,আকিকার প্রানির বয়স কত হবে এবং গোস্তের বিধান কি?

প্রশ্নঃ আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন,একটি গরু দিয়ে ছেলে মেয়ে উভয়ের কয়জনের আকিকা হবে,?আর আকিকার গরুর, এবং ছাগলের বয়স কমপক্ষে কত হতে হবে,?যার নামে আকিকা দেওয়া হচ্ছে,সেকি আকিকার গোস্ত খেতে পারবে কি না,?বিস্তারিত জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সাধারণ কুরবানির সময় একটি গরুতে যেহেতু সাত অংশ অন্তর্ভুক্ত করা যায় সেহেতু আকিকার ক্ষেত্রেও কোন কোন আলিম বলেন: এক গরু দিয়ে একাধিক সন্তানের আকিকা আদায় করা যাবে। তবে সর্বাবস্থায় আকিকার ক্ষেত্রে ছাগল দিয়ে করাই উত্তম।

উম্মে কুরয আবু কুরয থেকে বর্ণিত আছে, তারা বলেন,

نَذَرَتِ امْرَأَةٌ مِنْ آلِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ إِنْ وَلَدَتِ امْرَأَةُ عَبْدِ الرَّحْمَنِ نَحَرْنَا جَزُورًا، فَقَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: لَا بَلِ السُّنَّةُ أَفْضَلُ عَنِ الْغُلَامِ شَاتَانِ مُكَافِئَتَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ.

আবদুর রহমান ইবনে আবু বকর এর বংশের এক মহিলা এই বলেছিলেন যে, আবদুর রহমানের স্ত্রী সন্তান প্রসব করলে আমরা একটি উট যবাই করব। তখন আয়েশা (রা.) বললেন, না; বরং সুন্নাহর অনুসরণ উত্তম। ছেলের জন্য উপযুক্ত দুটি ছাগল আর মেয়ের জন্য একটি ছাগল।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৬৬৯]

আকিকার ক্ষেএে সকল হুকুম কুরবানীর মতোই অথ্যাৎ ছাগল হলে এক বছর বয়সের হতে হবে আর গরু হলে দুই বছর বয়সের হতে হবে

আকিকার গোস্ত ধনী গরীব এবং যার নামে আকিকা দেওয়া হয়েছে সকলে খেতে পারবে।

ইলাউস সুনান ১৭/১১৭; ফাতহুল বারী /৫০৭; আলমাজমূ শরহুল মুহাযযাব /৪৩১

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.