ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে
ইসলামে সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা রমজানের গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত। এটি যাকাতেরই একটি শ্রেণি। ফিতরা আররি শব্দ, যা ইসলামে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর নামে পরিচিত। ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয়, যা দ্বারা রোজাদাররা রোজা ভঙ্গ করেন। সদকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে রোজাদারদের বিতরণ করা দানকে। রোজা বা উপবাস পালনের পর সন্ধ্যায় ইফতার বা সকালের খাদ্য গ্রহণ করা হয়। সেজন্য রমজান মাস শেষে এই দানকে সদকাতুল ফিতর বা সকালের আহারের যাকাত বলা হয়।
আরও পড়ুন
ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে - New!
ফিতরা কী ও কেন আদায় করতে হয়? - New!
ফিতরা দেয়ার গুরুত্ব ও ফজিলত - New!
যাদের জন্য ফিতরা দেওয়া আবশ্যক - New!
সদকাতুল ফিতর যেভাবে আদায় করবেন - New!
সদকায়ে ফিতরের পরিমাণ : কিছু কথা - New!
No comments