প্রশ্ন : মহিলাদের জন্য লিপস্টীক ব্যবহার করা বৈধ কি না?

উত্তর : আজকাল মহিলারা ঠোঁটে যে সব লিপস্টীক ব্যবহার করে থাকে এগুলোর ব্যবহারের ব্যাপারে শরয়ী বিধানে কিছুটা বিশ্লেষণ আছে তাহলো যে সকল লিপস্টীক ব্যবহারে ঠোঁটের উপর আবরণ সৃষ্টি হয় না, ফলে অযু ফরজ গোসলের সময় স্বাভাবিক ভাবেই চামড়া পর্যন্ত পানি পৌছে যায় তাহলে ধরণের লিপস্টীক ব্যবহার করা জায়েয আছে
কিন্তু যদি এর ব্যবহারের কারণে ঠোঁটের উপর গাঢ় আবরণ সৃষ্টি হয়ে যায় ফলে অযু ফরয গোসলের সময় শরীরে চামড়া পর্যন্ত পানি না পৌঁছে এমতাবস্থায় পবিত্রতা, অযু ফরয গোসলের পূর্বে এগুলো তুলে ফেলা প্রয়োজন অন্যথায় অযু ফরয গোসল হবে না, অর্জিত হবে না পবিত্রতা আর পবিত্রতা ছাড়া নামাযও হবে না

No comments

Powered by Blogger.