প্রশ্ন : মহিলাদের জন্য লিপস্টীক ব্যবহার করা বৈধ কি না?
উত্তর : আজকাল মহিলারা ঠোঁটে যে সব লিপস্টীক ব্যবহার করে থাকে। এগুলোর ব্যবহারের ব্যাপারে শরয়ী বিধানে কিছুটা বিশ্লেষণ আছে। তাহলো যে সকল লিপস্টীক ব্যবহারে ঠোঁটের উপর আবরণ সৃষ্টি হয় না, ফলে অযু ও ফরজ গোসলের সময় স্বাভাবিক ভাবেই চামড়া পর্যন্ত পানি পৌছে যায়। তাহলে এ ধরণের লিপস্টীক ব্যবহার করা জায়েয আছে।
কিন্তু যদি এর ব্যবহারের কারণে ঠোঁটের উপর গাঢ় আবরণ সৃষ্টি হয়ে যায় ফলে অযু ও ফরয গোসলের সময় শরীরে চামড়া পর্যন্ত পানি না পৌঁছে এমতাবস্থায় পবিত্রতা, অযু ও ফরয গোসলের পূর্বে এগুলো তুলে ফেলা প্রয়োজন। অন্যথায় অযু ও ফরয গোসল হবে না, অর্জিত হবে না পবিত্রতা। আর পবিত্রতা ছাড়া নামাযও হবে না।
No comments