ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " নবী ও রাসুল"
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " নবী ও রাসুল"
প্রশ্নঃ রাসূল কে?
প্রশ্নঃ রাসূল কে?
উত্তর ঃ রাসূল আল্লাহ তা’আলার বান্দা এবং মানুষ হয়ে থাকেন। আল্লাহ তা’আলা নিজ বান্দাদের নিকট বিধানাবলি পোঁছানোর জন্য তাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। তাঁরা সত্যবাদী হন। কখনো তাঁরা মিথ্যা বলেন না। পাপ কাজ করেন না। আল্লাহ্ তা‘আলার বার্তা পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিতেন। তার মধ্যে কম-বেশি করতেন না এবং কোন বার্তাকে গোপন করতেন না।
প্রশ্নঃ নবী অর্থ কী?
উত্তরঃ নবী অর্থ এটাই যে, তিনি আল্লাহ তা’আলার বান্দা এবং মানুষ হন । আল্লাহ তা’আলার নির্দেশাবলি বান্দাদের নিকট পৌঁছান । কখনো মিথ্যা বলেন না এবং পাপ কাজ করেন না। আল্লাহ তা’আলার বিধানবলির মধ্যে কম বেশি করেন না।
প্রশ্নঃ রাসূল এবং নবীর সংখ্যায় কতজন?
উত্তরঃ জগতের মাঝে অনেক নবী এবং রাসূল এসেছেন। কিন্তু তাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই জানেন। আমাদের শুধু এই ভাবে ঈমান আনা উচিত যে, আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন, আমরা তাদের সকলকে সত্যবাদী রাসূল হিসেবে মানব।
প্রশ্নঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম কে ছিলেন?
উত্তরঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম আল্লাহ তা’আলার বান্দা ও তার রাসূল ছিলেন। আমরা তার উম্মতের অন্তর্ভুক্ত।
প্রশ্নঃ নবী অর্থ কী?
উত্তরঃ নবী অর্থ এটাই যে, তিনি আল্লাহ তা’আলার বান্দা এবং মানুষ হন । আল্লাহ তা’আলার নির্দেশাবলি বান্দাদের নিকট পৌঁছান । কখনো মিথ্যা বলেন না এবং পাপ কাজ করেন না। আল্লাহ তা’আলার বিধানবলির মধ্যে কম বেশি করেন না।
প্রশ্নঃ রাসূল এবং নবীর সংখ্যায় কতজন?
উত্তরঃ জগতের মাঝে অনেক নবী এবং রাসূল এসেছেন। কিন্তু তাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই জানেন। আমাদের শুধু এই ভাবে ঈমান আনা উচিত যে, আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন, আমরা তাদের সকলকে সত্যবাদী রাসূল হিসেবে মানব।
প্রশ্নঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম কে ছিলেন?
উত্তরঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম আল্লাহ তা’আলার বান্দা ও তার রাসূল ছিলেন। আমরা তার উম্মতের অন্তর্ভুক্ত।
No comments