ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " হযরত আদম (আঃ)"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " হযরত আদম (আঃ)"
প্রশ্নঃ হযরত আদম (আঃ) কে?
উত্তরঃ পৃথিবীর প্রথম মানুষ নবী
প্রশ্নঃ হযরত আদম (আঃ) কি থেকে সৃষ্টি?
উত্তরঃ হযরত আদম (আঃ) মাটি থেকে সৃষ্টি
প্রশ্নঃ হাওয়া (আঃ) কি থেকে সৃষ্টি?
উত্তরঃ হযরত আদম (আঃ) এর শরীরের অঙ্গ হতে
প্রশ্নঃ হযরত আদম (আঃ) এর প্রথম বাসস্থান কোথায়?
উত্তরঃ জান্নাতে
প্রশ্নঃ হযরত আদম (আঃ) হাওয়া (আঃ) পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন?
উত্তরঃ হযরত আদম (আঃ) শ্রীলংকায় এবং হাওয়া (আঃ) আরবের আরাফা অঞ্চলে
প্রশ্নঃ কত দিন পর আদম-হাওয়ার মিলন হয়?
উত্তরঃ ৩৫০ বছর পর
প্রশ্নঃ কোথায় আদম-হাওয়ার সাক্ষাত হয়?
উত্তরঃ মক্কার আরাফাত ময়দানে
প্রশ্নঃ হযরত আদম (আঃ) এর শারীরিক গঠন কেমন ছিল?
উত্তরঃ উচ্চতায় ৬০ হাত প্রস্থে হাত
প্রশ্নঃ কাবা ঘরের প্রথম ভিত্তি কে স্থাপন করেন?
উত্তরঃ হযরত আদম (আঃ)

No comments

Powered by Blogger.