ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " শরীয়ত" Islamic General Knowledge topic "Sharia"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " শরীয়ত"
প্রশ্নঃ শরীয়ত কাকে বলে?
উত্তরঃ পবিত্র কোরআন এবং হাদীস শরীফ দ্বারা ইসলামের যে বিধান আমাদের উপর বিধিবদ্ধ হয়েছে তাই এক কথায় শরীয়ত নামে অভিহিত
প্রশ্নঃ কুফুরী কাকে বলে?
উত্তরঃ পবিত্র কোরআন শরীফ এবং হাদীস শরীফ বিশ্বাসগত এবং আমলগত যে সব বিষয় অত্যাবশ্যকীয় রূপে চিহ্নিত করেছে, সে গুলির মধ্যে হতে কোন একটির অস্বীকৃতির নামই হলো কুফরী
প্রশ্নঃ মুশরেকী কাকে বলে?
উত্তরঃ আল্লাহর একক সত্ত্বা এবং গুনাবলীর মধ্যে যে কোন শক্তির অংশীদারিত্ব মেনে নেয়ার নাম মুশরেকী
প্রশ্নঃ মুনাফেকী কাকে বলে?
উত্তরঃ ঈমান-আকীদা শরীয়তের ক্ষেত্রে কপটতার আশ্রয় নেয়াকে মুনাফেকী বলে
প্রশ্নঃ ফাসেকী কাকে বলে?
উত্তরঃ যে কোন কবীরা গুনাহে দ্বিধাহীন চিত্তে অংশ গ্রহণ করাকে ফাসেকী বলে
প্রশ্নঃ ইহসান কাকে বলে?
উত্তরঃ শরীয়তের আভ্যন্তরীন জিনিসগুলোকে আন্তরিকভাবে বিশ্বাস করার পর সেগুলো বিশুদ্ধরূপে ব্যবহার করার প্রনালীকে বলে ইহসান
প্রশ্নঃ শরীয়তের আদেশসমূহ মোট কয়টি?
উত্তরঃ শরীয়তের আদেশসমূহ মোট নয়টি যথা () ফরজ () ওয়াজিব () সুন্নাত () মুস্তাহাব () নফল () হালাল () হারাম () মাকরূহ () মোবাহ

No comments

Powered by Blogger.