ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " ফিকহ"
প্রশ্নঃ ফিকাহ কাকে বলে?
উত্তরঃ শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তের শাখা-প্রশাখা সম্পর্কিত বিধি-বিধান সমন্ধে জ্ঞাত হওয়াকে ফিক্হ বলা হয়।
প্রশ্নঃ ফিকাহ শাস্ত্রের উৎস কয়টি ও কি কি?
উত্তরঃ ফিকাহ শাস্ত্রের উৎস ৪টি। যথা ঃ ১. কুরআন। ২. হাদীস। ৩. ইজমা। ৪. কিয়াস।
প্রশ্নঃ ইসলামী আইনের উৎস কি কি?
উত্তরঃ ইসলামী আইনের উৎস ৪টি। যথা ঃ ১. কুরআন। ২. সুন্নাহ। ৩. ইজমা। ৪. কিয়াস।
প্রশ্নঃ ইজমা বলতে কি বুঝায়?
উত্তরঃ মহানবী (সাঃ) এর অবর্তমানে সাহাবায়ে কেরামগণ যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, তখন তাঁরা এর সমাধান খুজে বের করার জন্য গবেষণা করতেন। প্রথমে কুরআন ও হাদীসে সমাধান খুঁজতেন। যখন কুরআন ও হাদীসে প্রত্যক্ষ সমাধান না পেতেন তখন কুরআন ও হাদীসের আলোকে স্বীয়মতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সমস্যার সমাধান করার নামই হলো ইজমা।
প্রশ্নঃ কিয়াস বলতে কি বুঝায়?
উত্তরঃ কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা মীমাংসিত কোন বিষয়ের সাথে অনুরূপ কোন বিষয়কে উপমা দ্বারা সাদৃশ্য বিধান করতঃ উপমানের হুকুম বা সমাধান উপমেয়ের উপর আরোপ করাকে কিয়াস বলে।
প্রশ্নঃ মাজহাব কয়টি ও কি কি?
উত্তরঃ মাজহাব ৪টি। যথা ঃ ১। হানাফী মাজহাব। ২। মালেকী মাজহাব। ৩। শাফেয়ী মাজহাব। ৪। হাম্বলী মাজহাব।
প্রশ্নঃ মাজহাব মানার হুকুম কী?
উত্তরঃ মাজহাব মানা ওয়াজিব।
No comments