ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " ফিকহ" Islamic General Knowledge topic "Fiqah"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " ফিকহ"

প্রশ্নঃ ফিকাহ কাকে বলে?

উত্তরঃ শরীয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে শরীয়তের শাখা-প্রশাখা সম্পর্কিত বিধি-বিধান সমন্ধে জ্ঞাত হওয়াকে ফিক্হ বলা হয়
প্রশ্নঃ ফিকাহ শাস্ত্রের উৎস কয়টি কি কি?
উত্তরঃ ফিকাহ শাস্ত্রের উৎস ৪টি যথা . কুরআন . হাদীস . ইজমা . কিয়াস
প্রশ্নঃ ইসলামী আইনের উৎস কি কি?
উত্তরঃ ইসলামী আইনের উৎস ৪টি যথা . কুরআন . সুন্নাহ . ইজমা . কিয়াস
প্রশ্নঃ ইজমা বলতে কি বুঝায়?
উত্তরঃ মহানবী (সাঃ) এর অবর্তমানে সাহাবায়ে কেরামগণ যখন কোন সমস্যার সম্মুখীন হতেন, তখন তাঁরা এর সমাধান খুজে বের করার জন্য গবেষণা করতেন প্রথমে কুরআন হাদীসে সমাধান খুঁজতেন যখন কুরআন হাদীসে প্রত্যক্ষ সমাধান না পেতেন তখন কুরআন হাদীসের আলোকে স্বীয়মতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সমস্যার সমাধান করার নামই হলো ইজমা
প্রশ্নঃ কিয়াস বলতে কি বুঝায়?
উত্তরঃ কুরআন, সুন্নাহ ইজমা দ্বারা মীমাংসিত কোন বিষয়ের সাথে অনুরূপ কোন বিষয়কে উপমা দ্বারা সাদৃশ্য বিধান করতঃ উপমানের হুকুম বা সমাধান উপমেয়ের উপর আরোপ করাকে কিয়াস বলে
প্রশ্নঃ মাজহাব কয়টি কি কি?
উত্তরঃ মাজহাব ৪টি যথা হানাফী মাজহাব মালেকী মাজহাব শাফেয়ী মাজহাব হাম্বলী মাজহাব
প্রশ্নঃ মাজহাব মানার হুকুম কী?
উত্তরঃ মাজহাব মানা ওয়াজিব

No comments

Powered by Blogger.