ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "হযরত ইউনুস (আঃ)"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "হযরত ইউনুস (আঃ)"
প্রশ্নঃ হযরত ইউনুস (আঃ) কোথায় নবী হিসেবে প্রেরিত হন?
উত্তরঃ নীনাওয়ায় (নিনীভা)
প্রশ্নঃ নীনাওয়ার পূর্ব নাম কি?
উত্তরঃ দামেশ্ক
প্রশ্নঃ হযরত ইউনুস (আঃ) কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন?
উত্তরঃ ২৮ বছর বয়সে
প্রশ্নঃ হযরত ইউনুস (আঃ) কে আল্লাহর হুকুমে কোন প্রানী গিলে ফেলেছিল
উত্তরঃ মাছ
প্রশ্নঃ কোন দোয়া পড়ার কারণে তিনি মাছের পেট থেকে নিষ্কৃতি পান
উত্তরঃ দোয়ায়ে ইউনুস
প্রশ্নঃ দোয়ায়ে ইউনুস কী?
উত্তরঃ দোয়ায়ে ইউনুস হল- لاَ اِلهَ اِلاَّ اَنْتَ سُبْحَانَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
(উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমীন)

প্রশ্নঃ হযরত ইউনুস (আঃ) এর দোয়ায় আল্লাহ কি গযব দিয়েছিলেন?
উত্তরঃ নীনাওয়া শহরে পানির বদলে আগুন বর্ষিত হয়েছিল

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.