ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "আল্লাহ" Islamic General Knowledge topic "Allah"
ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "আল্লাহ"
প্রশ্নঃ মহান আল্লাহ কে?
প্রশ্নঃ মহান আল্লাহ কে?
উত্তরঃ আল্লাহ রাব্বুল আলামীন সমগ্র বিশ্বের প্রতিপালক ও সৃষ্টিকর্তা এবং আমাদের একমাত্র প্রভূ। আমরা যা কিছু দেখি বা না দেখি সবই তাঁর মাখলুক (সৃষ্টজীব)। মাখলুক কিছুই করতে পারেনা তাঁর হুকুম ছাড়া। তিনি সবই করতে পারেন মাখলুক ছাড়া তিনি এক অদ্বিতীয়। তার কোন শরিক নাই। তিনি কাউকে জন্ম দেন নাই। কারো থেকে জন্ম নেন নাই। তিনিই আল্লাহ।
প্রশ্নঃ আল্লাহ তা’য়ালা কি চিরস্থায়ী?
উত্তরঃ হ্যাঁ। তিনি অনাদি অনন্ত এবং চিরস্থায়ী ও চিনন্তন। ধ্বংস ও অনুপস্থিতি তাঁর সত্ত্বার পরিপন্থী। তাঁর শুরু নেই, শেষও নেই। তিনিই সর্বপ্রথম, তিনিই সর্বশেষ।
প্রশ্নঃ আল্লাহ কি সর্বজ্ঞ?
উত্তরঃ হ্যাঁ। তিনি সৃষ্টি জগতের বিন্দু পরিমান বিষয়-বস্তুরও খবর রাখেন। তাঁর জ্ঞানের বাইরে কোন বস্তু নেই। এজন্যে পবিত্র কোরআনে বলা হয়েছে; “নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ”।
প্রশ্নঃ আল্লাহর কতগুলো নাম রয়েছে?
উত্তরঃ আল্লাহর ৯৯টি নাম রয়েছে।
প্রশ্নঃ আল্লাহ তা’য়ালার শ্রেষ্ঠ সৃষ্টি কি?
উত্তরঃ আল্লাহ তা’য়ালার শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ।
প্রশ্নঃ আল্লাহ কেমন?
উত্তরঃ আল্লাহ নিরাকার।
প্রশ্নঃ আল্লাহ শব্দটি কুরআনে কতবার উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সহীহ মত অনুযায়ী ৩৬০ বার উল্লেখ করা হয়েছে।
প্রশ্নঃ আল্লাহর সকল নামকে কি বলা হয়?
উত্তরঃ আসমাউল হুসনা (অতি নান্দনিক নাম)।
প্রশ্নঃ আল্লাহ তা’য়ালা আকাশ ও পৃথিবী মধ্যস্থ যাবতীয় বস্তু কতদিনে সৃষ্টি করেন?
উত্তরঃ ছয় দিনে। (এখানে ছয় দিন বলতে সময়ের ছয়টি স্তরকে বোঝানো হয়েছে।
প্রশ্নঃ আল্লাহ তা’য়ালা কি চিরস্থায়ী?
উত্তরঃ হ্যাঁ। তিনি অনাদি অনন্ত এবং চিরস্থায়ী ও চিনন্তন। ধ্বংস ও অনুপস্থিতি তাঁর সত্ত্বার পরিপন্থী। তাঁর শুরু নেই, শেষও নেই। তিনিই সর্বপ্রথম, তিনিই সর্বশেষ।
প্রশ্নঃ আল্লাহ কি সর্বজ্ঞ?
উত্তরঃ হ্যাঁ। তিনি সৃষ্টি জগতের বিন্দু পরিমান বিষয়-বস্তুরও খবর রাখেন। তাঁর জ্ঞানের বাইরে কোন বস্তু নেই। এজন্যে পবিত্র কোরআনে বলা হয়েছে; “নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ”।
প্রশ্নঃ আল্লাহর কতগুলো নাম রয়েছে?
উত্তরঃ আল্লাহর ৯৯টি নাম রয়েছে।
প্রশ্নঃ আল্লাহ তা’য়ালার শ্রেষ্ঠ সৃষ্টি কি?
উত্তরঃ আল্লাহ তা’য়ালার শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ।
প্রশ্নঃ আল্লাহ কেমন?
উত্তরঃ আল্লাহ নিরাকার।
প্রশ্নঃ আল্লাহ শব্দটি কুরআনে কতবার উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ সহীহ মত অনুযায়ী ৩৬০ বার উল্লেখ করা হয়েছে।
প্রশ্নঃ আল্লাহর সকল নামকে কি বলা হয়?
উত্তরঃ আসমাউল হুসনা (অতি নান্দনিক নাম)।
প্রশ্নঃ আল্লাহ তা’য়ালা আকাশ ও পৃথিবী মধ্যস্থ যাবতীয় বস্তু কতদিনে সৃষ্টি করেন?
উত্তরঃ ছয় দিনে। (এখানে ছয় দিন বলতে সময়ের ছয়টি স্তরকে বোঝানো হয়েছে।
No comments