ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় " ঈমান ও আকাইদ"

ইসলামিক সাধারণ জ্ঞান বিষয় "ঈমান ও আকাঈদ"
প্রশ্নঃঈমানশব্দের অর্থ কি?
উত্তরঃ ঈমান শব্দের অর্থ, বিশ্বাস বা প্রত্যয়
প্রশ্নঃ যারা ঈমান গ্রহণ করে তাদেরকে কি বলে?
উত্তরঃ তাদেরকে মুমীন বলে
প্রশ্নঃ ঈমানের শর্ত কি কি?
উত্তরঃ ঈমানের শর্ত হল- () মনে বিশ্বাস স্থাপন করা () মুখে স্বীকার করা () কাজে পরিণত করা
প্রশ্নঃ কালেমায়ে তাইয়্যেবা কি?
উত্তরঃ কালেমায়ে তাইয়্যেবা হল- লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
প্রশ্নঃ ইসলামের স্তম্ব কয়টি কি কি?
উত্তরঃ ইসলামের স্তম্ব পাঁচটি যথা () কালিমা তথা ঈমান () নামায () রোযা () হজ্জ () যাকাত
প্রশ্নঃ ঈমানের মৌলিক বিষয়সমূহ কি কি?
উত্তরঃ ঈমানের মৌলিক বিষয়সমূহ হল- আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর ফেরেশ্তাদের প্রতি বিশ্বাস আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস আল্লাহর প্রেরিত নবী রাসূলগনের প্রতি বিশ্বাস আখেরাত বা পরকালের প্রতি বিশ্বাস তাকদিরের ভাল মন্দের প্রতি বিশ্বাস মৃত্যুর পর পূণরায় জীবিত হওয়ার ওপর বিশ্বাস
প্রশ্নঃ পুনরুত্থানের প্রতি ঈমান আনার অর্থ কি?
উত্তরঃ ইহকালের কৃত কর্মের জবাবদিহিতার জন্য সকলকে হাশরের ময়দানে উঠানো হবে সেখানে মানুষের বিচার করা হবে সৎ কাজের জন্য মানুষকে জান্নাত দেওয়া হবে এবং পাপীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে

No comments

Powered by Blogger.