যে দোয়ার আমল করলে আল্লাহর ইচ্ছায় দ্রুত সুস্থ হবেন রোগী

যে দোয়ার আমল করলে আল্লাহর ইচ্ছায় দ্রুত সুস্থ হবেন রোগী

 

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মৃত্যু আসন্ন নয় এমন কোনো রোগীকে দেখতে গেলে, সে তার সামনে এই দোআ সাতবার পাঠ করবে, এর ফলে আল্লাহ তাকে (মৃত্যু আসন্ন না হলে) রোগমুক্ত করবেন। এ দোআ সাতবার পড়বে।
 আরবি দোআ-০১
«لاَ بأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ».
বাংলা উচ্চারণ
লা বাসা তুহুরুন ইন শা-আল্লা-হ
বাংলা অর্থ
কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো (রোগটি গুনাহ থেকে) পবিত্রকারী হবে। [বুখারী (ফাতহুল বারীসহ) ১০/১১৮, নং ৩৬১৬।]
আরবি দোআ-০২
«أَسْأَلُ اللَّهَ الْعَظيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفيَكَ» (সাতবার)
বাংলা উচ্চারণ
আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আঁই ইয়াশফিয়াকা। (সাতবার)
বাংলা অর্থ
আমি মহান আল্লাহ্‌র কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগমুক্তি প্রদান করেন। (সাতবার)

[নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মৃত্যু আসন্ন নয় এমন কোনো রোগীকে দেখতে গেলে, সে তার সামনে এই দোআ সাতবার পাঠ করবে, এর ফলে আল্লাহ তাকে (মৃত্যু আসন্ন না হলে) রোগমুক্ত করবেন। এ দোআ সাতবার পড়বে।] [তিরমিযী, নং ২০৮৩; আবূ দাউদ, নং ৩১০৬। আরও দেখুন, ২/২১০; সহীহুল জামে ৫/১৮০।]

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.