৯৯. সূরা যিলযাল বাংলা উচ্চারণ ও অর্থসহ | Surah Az Zalzalah | سورة الزلزلة
৯৯. সুরা যিলযাল Al-Zalzalah
সূরা যিলযাল অর্থসহ বাংলা উচ্চারণ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(1
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
অর্থঃ যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
উচ্চারণঃ ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা-।
(2
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
অর্থঃ যখন সে তার বোঝা বের করে দেবে।
উচ্চারণঃ ওয়া আখরাজাতিল আরদুআছকা-লাহা-।
(3
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
অর্থঃ এবং মানুষ বলবে, এর কি হল ?
উচ্চারণঃ ওয়া কা-লাল ইনছা-নুমা-লাহা-।
(4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
অর্থঃ সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
উচ্চারণঃ ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা-।
(5
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا
অর্থঃ কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
উচ্চারণঃ বিআন্না রাব্বাকা আওহা-লাহা-।
(6
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
অর্থঃ সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
উচ্চারণঃ ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআশতা-তাল লিউউরাও আ‘মা-লাহুম।
(7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
অর্থঃ অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
উচ্চারণঃ ফামাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারাহ।
(8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
অর্থঃ এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
উচ্চারণঃ ওয়া মাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন শাররাইঁ ইয়ারাহ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
[99:1]
যখন
পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
[99:2]
যখন
সে তার বোঝা বের করে দেবে।
[99:3]
এবং
মানুষ বলবে, এর কি হল ?
[99:4]
সেদিন
সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
[99:5]
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
[99:6]
সেদিন
মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম
দেখানো হয়।
[99:7]
অতঃপর
কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
[99:8]
এবং
কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।
No comments