97. Surah Qadar Bengali translation and pronunciation
সুরা নং- ০৯৭ : আল-কদর
শুরু করছি আল্লাহর নামে
যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
[97:1]
আমি একে নাযিল করেছি শবে-কদরে।
[97:2]
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
[97:3]
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
[97:4]
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ
অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
[97:5]
এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত
অব্যাহত থাকে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা
অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আরবি
উচ্চারণ
৯৭.১। ইন্না য় আন্যাল্না-হু ফী লাইলাতিল্ ক্বদ্র্।
৯৭.১। ইন্না য় আন্যাল্না-হু ফী লাইলাতিল্ ক্বদ্র্।
বাংলা
অনুবাদ
৯৭.১ নিশ্চয় আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল কদরে।’
৯৭.১ নিশ্চয় আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল কদরে।’
আরবি
উচ্চারণ
৯৭.২। অমা য় আদ্র-কা মা-লাইলাতুল্ ক্বদ্র্।
৯৭.২। অমা য় আদ্র-কা মা-লাইলাতুল্ ক্বদ্র্।
বাংলা
অনুবাদ
৯৭.২ তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?
৯৭.২ তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?
আরবি
উচ্চারণ
৯৭.৩। লাইলাতুল্ ক্বদ্রি খাইরুম্ মিন্ আল্ফি শাহ্র্ ।
৯৭.৩। লাইলাতুল্ ক্বদ্রি খাইরুম্ মিন্ আল্ফি শাহ্র্ ।
বাংলা
অনুবাদ
৯৭.৩ ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
৯৭.৩ ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
আরবি
উচ্চারণ
৯৭.৪। তানায্যালুল্ মালা-য়িকাতু র্অরূহু ফীহা- বিইয্নি রব্বিহিম্ মিন্ কুল্লি আম্র্।
৯৭.৪। তানায্যালুল্ মালা-য়িকাতু র্অরূহু ফীহা- বিইয্নি রব্বিহিম্ মিন্ কুল্লি আম্র্।
বাংলা
অনুবাদ
৯৭.৪ সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।
৯৭.৪ সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।
আরবি
উচ্চারণ
৯৭.৫। সালা-মুন্ হিয়া হাত্তা- মাতলাই’ল্ ফাজর্।
৯৭.৫। সালা-মুন্ হিয়া হাত্তা- মাতলাই’ল্ ফাজর্।
বাংলা
অনুবাদ
৯৭.৫ শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।
৯৭.৫ শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।
No comments