97. Surah Qadar Bengali translation and pronunciation

সুরা নং- ০৯৭ : আল-কদর



শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়অতি দয়ালু
[97:1]
আমি একে নাযিল করেছি শবে-কদরে
[97:2]
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
[97:3]
শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ
[97:4]
এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে
[97:5]
এটা নিরাপত্তাযা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আরবি উচ্চারণ
৯৭.১। ইন্না য় আন্যাল্না-হু ফী লাইলাতিল্ ক্বদ্র্।
বাংলা অনুবাদ
৯৭.১ নিশ্চয় আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল কদরে।’
আরবি উচ্চারণ
৯৭.২। অমা য় আদ্র-কা মা-লাইলাতুল্ ক্বদ্র্।
বাংলা অনুবাদ
৯৭.২ তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?
আরবি উচ্চারণ
৯৭.৩। লাইলাতুল্ ক্বদ্রি খাইরুম্ মিন্ আল্ফি শাহ্র্ ।
বাংলা অনুবাদ
৯৭.৩ ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
আরবি উচ্চারণ
৯৭.৪। তানায্যালুল্ মালা-য়িকাতু র্অরূহু ফীহা- বিইয্নি রব্বিহিম্ মিন্ কুল্লি আম্র্।
বাংলা অনুবাদ
৯৭.৪ সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।
আরবি উচ্চারণ
৯৭.৫। সালা-মুন্ হিয়া হাত্তা- মাতলাই’ল্ ফাজর্।
বাংলা অনুবাদ
৯৭.৫ শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।


No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.