সুলাইমান (আঃ) এর দোয়া Prayer of Sulaiman (as).
নবী সুলাইমান (আ.)–এর দোয়া Video Link
নবী সুলাইমান (আ.) ছিলেন নবী দাউদ (আ.)–এর পুত্র। বাবা–ছেলে দুজনই নবী ছিলেন। সুলাইমান (আ.) আল্লাহর কাছে দোয়া করেন। দোয়ায় বললেন, ‘কালা রাব্বিগ ফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়াম বাগী লি আহাদিম মিম বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব।’ অর্থাৎ, ‘হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করো ও এমন এক রাজ্য আমাকে দান করো, আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারবে না। তুমি তো মহাদাতা।’ (সুরা সাদ, আয়াত: ৩৫)
No comments