চার কুল ও আয়াতুল কুরসি বাংলায় উচ্চারণ ও অর্থসহ


চার কুল ও আয়াতুল কুরসি বাংলায় উচ্চারণ ও অর্থসহ প্রথম কুল সূরা এখলাস বাংলা উচ্চারণ ও অর্থ। ১) কুল হুওয়াল্লা-হু আহাদ। ২) আল্লা-হুসসামাদ। ৩) লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ। ৪) ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ। প্রথম কুল সূরা এখলাসের অর্থ। ১) বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। ২) আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। ৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। ৪) আর তাঁর কোন সমকক্ষও নেই। দ্বিতীয় কুল সূরা নাস বাংলা উচ্চারণ ও অর্থ। দ্বিতীয় কুল সূরা নাস এর বাংলা উচ্চারণ। ১) কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,। ২) মালিকিন্না-ছ,। ৩) ইলা-হিন্না-ছ। ৪) মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ। ৫) আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-। ৬) মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ। দ্বিতীয় কুল সূরা নাস এর অর্থ। ১)বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব। ২) মানুষের অধিপতি। ৩) মানুষের ইলাহ-এর কাছে। ৪) কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে। ৫) যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। ৬) জিন ও মানুষ থেকে। তৃতীয় কুল সূরা আল ফালাক বাংলা উচ্চারণ ও অর্থ। তৃতীয় কুল সূরা আল ফালাক এর বাংলা উচ্চারণ। ১) কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক। ২) মিন শাররি মা-খালাক। ৩) ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব। ৪) ওয়া মিন শাররিন-নাফফাসাতি ফিল-উকাদ। ৫) ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ। তৃতীয় কুল সূরা আল ফালাক এর অর্থ। ১) বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে, ২) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, ৩) আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, ৪) আর গিরায় ফুঁ - দানকারী নারীদের অনিষ্ঠ থেকে। ৫) আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’। চতুর্থ কুল সূরা কাফিরুন বাংলা উচ্চারণ ও অর্থ। ১) কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন। ২) লাআ‘বুদুমা-তা‘বুদূন। ৩) ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ। ৪) ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম। ৫) ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ। ৬) লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চতুর্থ কুল সূরা কাফিরুন এর অর্থ। ১) বল, ‘হে কাফিররা, ২) তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না’। ৩) এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’। ৪) ‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’। ৫) ‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’। ৬) ‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’ আয়াতুল কুরসী বাংলা উচ্চারণ ও অর্থ সহ আল্লাহু লা — -ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যূল কাইয়্যূম, লা তা’খুযুহু সিনাতুঁও ওয়ালা নাউম, লাহু মা-ফিসসামা-ওয়া-তি ওয়ামা ফিল আরদ্ব, মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদা — -হূ ইল্লা বিইযনিহ, ইয়া‘লামু মা বাইনা আইদীহিম ওয়ামা খলফাহুম, ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিন্ ইলমি — -হী ইল্লা বিমা শা — — আ, ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব, ওয়ালা ইয়াউদুহূ হিফযুহুমা, ওয়া হুয়াল ‘আলিয়্যূল ‘আযী-ম । আয়াতুল কুরসি অর্থ। আল্লাহ্‌ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.