ইসলাম গ্রহণে যে কারণে জোর-জবরদস্তি নেই

আল্লাহ
তাআলা কর্তৃক মনোনীত চূড়ান্ত জীবন বিধান হলো ইসলাম। যা বিশ্ববাসীর জন্য রহমত কল্যাণের জীবন ব্যবস্থা দিয়ে মনোনীত করেছেন। যে কারণে ইসলাম গ্রহণের ব্যাপারে কাউকে জোর-জবরদস্তি করা যাবে না। ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ২৫৬নং আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেছেন-

দ্বীনের (ইসলামি জীবন-ব্যবস্থা গ্রহণের) ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ভ্রান্ত মত পথ থেকে সঠিক মত পথকে ছাঁটাই করে আলাদা করে দেয়া হয়েছে। যে কেউ তাগুতকে অস্বীকার করে আল্লাহর ওপর ঈমান আনে, সে এমন একটি মজবুত অবলম্বন আঁকাড়ে ধরে, যা কখনো ছিন্ন হয় না। আর আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন।

আয়াতে কারিমায় জীবন ব্যবস্থা হিসেবেইসলাস’-কে মেনে নেয়ার বিষয়ে জোর-জবরদস্তি না করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। যার পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁরা সাহাবা অনুসারীরা।

ইসলাম হলো চিরন্তন, সুন্দর কল্যাণকর জীবন ব্যবস্থা। যারাই ইসলামকে সুদৃঢ়ভাবে গ্রহণ করে; তাঁরাই দুনিয়া পরকালের ধ্বংস প্রবঞ্চনা থেকে মুক্ত হয়ে যায়।

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক বৃদ্ধা নাসারা (খ্রিস্টান) মহিলাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন। তখন সে মহিলা উত্তরে বলেছিল- ‘আমি মৃত্যুর দুয়ারে দাঁড়ানো এক বৃদ্ধা। শেষ জীবনে নিজের ধর্ম কেন ত্যাগ করব?’ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধা মহিলার কথা শুনেও তাকে ইসলাম গ্রহণে বাধ্য করেননি বরং আয়াত পাঠ করলেন- ‘লা ইকরাহা ফিদ-দ্বীন অর্থাৎ ধর্মে বল প্রয়োগের কোনো নিয়ম নেই।’ (তাফসিরে মারেফুল কুরআন)

ইসলাম গ্রহণের (ঈমানের) সম্পর্ক বাহ্যিক অঙ্গ-প্রতঙ্গের সঙ্গে না হওয়ায় জোর-জবরদস্তি করে ঈমান গ্রহণ করানোর কোনো সুযোগই নেই। প্রকৃত পক্ষে ইসলাম গ্রহণে বল প্রয়োগ সম্ভবও নয়। কারণ ঈমানের সম্পর্ক বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে নয়; তাহলো মনের সঙ্গে।

তাই ইসলামের সৌন্দর্য উত্তম আদর্শগুলোই মানুষকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে। এটাই ইসলামের প্রচার প্রসারের অন্যতম মাধ্যম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের সৌন্দর্য উত্তম বৈশিষ্ট্যগুলো যথাযথ পালন করার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার তাওফিক দান করুন। আমিন।

No comments

Featured Post

দোয়া-ই নুর- Doya e Nur

Powered by Blogger.